রূপকল্প(Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives) এবং কার্যাবলী (Functions):
রূপকল্প (Vision): ২০২১ সালের এসএসসি পরীক্ষায় ৮০ % শিক্ষার্থী উত্তীর্ণ।
অভিলক্ষ্য (Mission): পাঠ্যক্রম অনুযায়ী একাডেমিক ক্যালেন্ডার অনুসরণে মাল্টিমিডিয়া ও শিখন পরিকল্পনার মাধ্যমে নিয়মিত তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাস গ্রহণ, সহপাঠকক্রমিক কার্যক্রমের সফল বাস্তবায়ন, শিক্ষার্থীদের শতভাগ নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ, দুর্বল শিক্ষার্থীদের পৃথকভাবে অতিরিক্ত গ্রহণ এবং কার্যকর মনিটরিং ও ইভালুয়েশনর মাধ্যমে মানসম্পন্ন দেশপ্রেমিক শিক্ষার্থী গঠন ও এইচএসসি পরীক্ষার পরীক্ষার পাশের হার বর্তমানে ৭৯% থেকে ৯৫% উন্নতিকরণ।
কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives):
প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ।
সুস্থভাবে একাডেমিক কার্যক্রম পরিচালনা।
শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি।
কার্যকর সহপাঠ্যক্রমিক কার্যক্রম নিশ্চিতকরণ।
কার্যক্রম মনিটরিং নিশ্চিত করণ।
আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহঃ
দাপ্তরিক কর্মকাণ্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ।