ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি সুশিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও কর্মদক্ষ জাতি গঠনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিগত সুযোগ-সুবিধা ও মেধাবী প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের নিয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। মোহাম্মদপুর বেড়ী বাঁধ সংলগ্ন ঢাকা উদ্যান ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের সুলভে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা-১৩ (মোহাম্মদপুর ও আদাবর) এড. জাহাঙ্গীর কবীর নানক- এর ঐকান্তিক প্রচেষ্টায় সম্পূর্ণ সরকারিভাবে এই কলেজটি স্থাপিত হয়। ঢাকা উদ্যান হাউজিং সোসাইটি বি ব্লকের ৩নং রোডে অবস্থিত সুন্দর ও মনোরম পরিবেশে সুসজ্জিত ক্যাম্পাস নিয়ে কলেজটি তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ৩০/০৪/২০১৫ খ্রি. কলেজটিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড – ঢাকা কর্তৃক পাঠদানের অনুমতি দেওয়া হয়। যার ই.আই.আই.এন. নং ১৩৭৫৯০ এবং কলেজ কোড ১৭৫৯।
বিগত বছরের পরীক্ষার ফলাফল | ২০১৭ | ২০১৮ | ২০১৯ | |||
---|---|---|---|---|---|---|
বিভাগ | পাশ | ফেল | পাশ | ফেল | পাশ | ফেল |
ব্যবসায় শিক্ষা | ৮৭ | ৬৯ | ১৬৮ | ৬৭ | ২২৫ | ৪১ |
মানবিক | ৬৯ | ৮৫ | ৬৯ | ১১৫ | ২০১ | ৮১ |
বিজ্ঞান | ৩১ | ৪৪ | ৪৫ | ৬৪ | ১৮৫ | ৪৭ |
শতকরা পাশের হার: | ৪৮.৭০ | ৫৩.৭১ | ৭৯.৪৫ |
ঠিকানা: | ঢাকা উদ্যান হাউজিং সোসাইটি, ব্লকঃ বি, রোড নাম্বারঃ ০৩, মোহাম্মদপুর, ঢাকা - ১২০৭ |
মোবাইল নাম্বার: | +৮৮০১৫৫১৬০১১৪০ |
ইমেইল এড্রেস: | dugovtcollege2015@gmail.com |